সংসদ অধিবেশন কাল

0
958
ফাইল ফটো

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
বৃহস্পতিবার বিকেল ৪টায় স্পিকার ডক্টর শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এটি একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন।
অধিবেশন শুরু হলে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। তিনি সরকারের জন্য দিকনির্দেশনামূলক ভাষণ দিবেন। ইতোমধ্যেই রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে।
জাতীয় সংসদে রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণ, ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে আলোচনা হবে। এছাড়া অধিবেশনের প্রথম কার্যদিবসে উত্থাপন করা হবে শোক প্রস্তাব।
বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে।

জানা গেছে, সংসদের ষষ্ঠ অধিবেশন ফেব্রুয়ারি মাসে শেষ হবে। এরপর মুজিব বর্ষ উপলক্ষ্যে ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন বসবে। সেই অধিবেশনে বিভিন্ন দেশের স্পিকার ও সংসদ সদস্যরা অংশ নিবেন।