সঞ্চিতা সাহা মারা গেছেন

0
612
সংগৃহীত ছবি

হাইকোর্ট বিভাগের সহকারি অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহা মারা গেছেন।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক গণমাধ্যমকে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে সঞ্চিতা সাহা মারা গেছেন। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী সঞ্চিতা সাহা গত বছরের ৭ জুলাই সহকারি অ্যাটর্নি জেনারেল পদে যোগ দেন।

প্রয়াত সঞ্চিতা সাহার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার বারোগাঁ গ্রামে। তিনি চট্টগ্রামে বাস করতেন।