বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সভা আহ্বান করা হয়েছে। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপি ও জোটের একাধিক নেতা বৈঠকের কথা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মূলত চলমান রাজনীতি বিষয়ে আলোচনার জন্য বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে অংশ নিতে জোটের শরীক সব দলের নেতাদের অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও তার চিকিৎসা প্রসঙ্গটি প্রাধান্য পাবে। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন, নাগরিকত্ব ইস্যু নিয়ে ভারতে চলমান আন্দোলন নিয়েও বৈঠকে আলোচনা হবে।
ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে জোটের শরীকদের সক্রিয় সমর্থন চাইবে বিএনপি। অন্য দিকে, শরীক কয়েকটি দল খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি সরকার পতনের আন্দোলনকে জোরদার করার বিষয়টিকে গুরুত্ব দিতে আগ্রহী।