পুলিশী বাধার মুখে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে নেতাকর্মীরা অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ছত্রভঙ্গ করার পর কমর্িরা কয়েকটি গাড়ি ভাংচুর করে।
এর আগে, মঙ্গলবার সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপি নেতা কর্মিরা হাইকোর্টের সামনে জড়ো হন। দুপুরে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়িও ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুর করতে করতে বিক্ষুব্ধ কর্মীরা সরে পড়ে।
পুলিশ দাবি করেছে, বিএনপি কর্মীরা আগে থেকেই গাছের ডাল এনে জমা করেছিল। পুলিশী অ্যাকশন প্রতিহত করতে ওইসব ডাল ব্যবহার করা হয়। এছাড়া সেগুলো দিয়ে গাড়ি ভাঙচুরও করা হয়। বিএনপি নেতাকর্মীদের আনা গাছের ডালগুলো পুলিশ সরিয়ে নিয়েছে।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে নেতাকর্মীরা হাইকোর্টের মূল ফটকে জড়ো হন। পরে এসে যোগ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সনের মুক্তি চেয়ে স্লোগান দেন।
বিএনপির নেতাকর্মীদের দেয়া ব্যারিকেডে কদম ফোয়ারা থেকে শাহবাগ পর্যন্ত সড়কের একাংশে যান চলাচল বন্ধ ছিল। তবে সকাল থেকেই সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে কোর্ট এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়। এছাড়া প্রধান ফটকে তালা লাগানো ছিল।