সরকারকে বাধ্য করা হবে

খালেদা জিয়ার কারাবাসের দুই বছর

0
1596
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি'র সমাবেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও ঘোষণা দিয়েছেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। তিনি বলেন, আমরা আন্দোলন করেছি, নির্বাচন করেছি। এবার খালেদা জিয়াকে মুক্ত করবো।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এই ঘোষণা দেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে। আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, শামসুজ্জামান দুদু, আবদুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতারা।

শনিবার বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্ণ হলো। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটিবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ড পান বেগম খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি শাস্তি ভোগ করছেন। বর্তমানে অসুস্থ অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।