ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৪ হাজার ৯৪ জন।
আজ শুক্রবার সকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এড কলেজ, ওয়েস্ট ইন্ড হাই স্কুল ও উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ- এই ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা টেলিযোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক ডিভাইস বহন করায় নিষেধাজ্ঞা ছিল। ফলে পরীক্ষা কেন্দ্রের বাইরে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রি রেখে তাদের সহায়তা করেন।
সাত কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের আসনগুলো শুধু মেয়েদের জন্য এবং ঢাকা কলেজের আসনগুলো ছেলেদের জন্য সংরক্ষিত। বাকি চারটিতে ছেলেমেয়ে উভয়েই ভর্তি হওয়ার সুযোগ পাবে।
কলেজ ভিত্তিক আসন সংখ্যা:
কবি নজরুল সরকারি কলেজ ৬৩০টি; ঢাকা কলেজে ১০৯০টি; ইডেন মহিলা কলেজ ১২২৫টি; তিতুমীর কলেজ ১৫১০টি; সরকারি বাঙলা কলেজ ৭১৫টি; বদরুন্নেসা মহিলা কলেজ ৫৯০টি; শহীদ সোহরাওয়ার্দী কলেজ ৭৪০টি।