সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই। চারদিন লাইফ সাপোর্টে থাকার পর সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন।
শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত বাপ্পীকে শনিবার হাসপাতাল ভর্তি করা হয়। হাসপাতালে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও লাং ইনফেকশনের চিকিৎসা করা হয়। সোমবার জানা যায়, তিনি এভিয়েন ইনফ্লুয়েঞ্জায় (সোয়াইন ফ্লু) আক্রান্ত হয়েছেন।
স্বাভাবিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারছিলেন না বলে শনিবার তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী ডেপুটি অ্যাটর্ণি জেনারেল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
নবম ও দশম জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন ফজিলাতুন নেসা বাপ্পী।
বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের টকশো’তে সরকার ও আওয়ামী লীগের পক্ষে যুক্তিপূর্ণ জোড়ালো বক্তব্য রেখে জনপ্রিয়তা পেয়েছিলেন।