সিঙ্গাইরে আদা ব্যবসায়ীদের জরিমানা

দাম নেমে এলো অর্ধেকে

0
658

করোনা ভাইরাসের এই দুর্যোগে আদা ব্যবসায়ীরা বাড়তি মুনাফার পথে হাঁটছিলেন। বাড়িয়ে দিয়েছিলেন দাম। অবশেষে জরিমানা গুনে ফিরে গেলেন আগের দামে। ঘটনা মানিকগঞ্জের সিঙ্গাইরের। তারা প্রমাণ করলেন, ব্যবসায়ীরা শক্তের ভক্ত। এক অভিযানেই দাম নেমেএলো অর্ধেকে।

রোববার সকালে জাতীয় ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আসাদুজ্জান রোমেলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম, সাহরাইল, মানিকনগর, জয়মন্টপ ও বায়রা বাজারে চালানো হয় অভিযান। সেখানে ছয় ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন ২০১৯ অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আসাদুজ্জামান রোমেল জানান, সিঙ্গাইর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে  দেখা যায় প্রতিটি বাজারে ৩০০ থেকে ৫০০ টাকা কেজি দরে আদা বিক্রি হচ্ছে। সে সময় চারিগ্রাম বাজারের এরশাদ, আক্কাস আলী ও ফিরোজ হোসেন, সাহরাইল বাজারের খোকন মোল্লা, মানিকনগর বাজারের মিজানুর রহমান এবং বায়রা বাজারের শংকর সাহাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।