পয়লা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন নির্বাচনী এলাকার সব শিল্প কারখানা বন্ধ থাকবে। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠি দেয়া হয়েছে শিল্প, বাণিজ্য ও শ্রম কল্যাণ সচিবকে।
চিঠিতে বলা হয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ভোট গ্রহনের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করবে। সাধারণ ছুটি উপলক্ষে সরকারি/বেসরকারি সব অফিস/প্রতিষ্ঠান/সংস্থা বন্ধ থাকবে।
চিঠিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বিষয়ে বলা হয়, ভোট গ্রহনের দিন নির্বাচনী এলাকার শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
আগামী পয়লা ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সরস্বতী পুজার কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নির্বাচন কমিশন ভোট গ্রহনের তারিখ এক দিন পিছিয়ে পয়লা ফেব্রয়ারি নির্ধারণ করে।
উল্লেখ্য, এবারই প্রথম সিটি করপোরেশনের সব ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কোন না কোন ওয়ার্ডে সিমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে একযোগে সব ওয়ার্ডে ভোট গ্রহন সম্ভব হতো না। এছাড়া, এবারের নির্বাচনেই প্রথমবারের মত ইভিএম ব্যবস্থা থাকছে।