ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ ও নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব ও ঢাকার দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকতাকে বিবাদী করা হয়েছে।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সিটি করপোরেশন নির্বাচনে নতুন ভোটারদের অন্তর্ভূক্ত না করায় রিটটি করা হয়ে। অ্যাডভোকেট ডক্টর ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিট আবেদন করেন। ভোটার তালিকা হালনাগাদ না করায় এ আবেদন করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট ডক্টর ইউনুছ আলী আকন্দ।
আবেদনকারী আইনজীবী জানান, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হবে।