সিপিবি’র প্রার্থীতা ঘোষণা

উত্তরে ডা. রুবেল, দক্ষিণে মানবেন্দ্র

0
1266

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। উত্তর সিটি করপোরেশনে তাদের প্রার্থী হিসেবে মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেলকে মনোনীত করেছে। অন্যদিকে, দক্ষিণে মেয়র পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেবের নাম।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দুই জনের নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি সিপিবি চার দফা দাবি তুলেছে।

দাবিতে বলা হয়, মেয়র নির্বাচনে যে জামানতের টাকা নির্ধারণ করা হয়েছে তা একজন সৎ রাজনীতিবিদের পক্ষে দেয়া কঠিন। মেয়র পদে ১০ হাজার ও কাউন্সিলর পদে ৫ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানানো হয়।

এক প্রশ্নের জবাবে জানানো হয়, শরীকদের সাথে আলোচনা করেই বাম জোটের মেয়র প্রার্থী চূড়ান্ত করা হবে।

সংবাদ সম্মেলনে দুই প্রার্থী ছাড়াও সিপিবি’র কেন্দ্রীয় কমিটির নেতা সরদার রুহিন হোসেন প্রিন্স ও কাজী সাজ্জাদ জহির চন্দন উপস্থিত ছিলেন।