সিরিয়াল রেপিস্টের স্বীকারোক্তি

মজনুর হাত থেকে রেহাই পায়নি প্রতিবন্ধী ও ভিক্ষুকরাও

0
2045
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আটক ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করছে র্যাব। জানিয়েছে, এই ধর্ষকের নাম মজনু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

বুধবার রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র্যাবের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, মজনু একজন সিরিয়াল রেপিস্ট। সে একই জায়গায় আরও কয়েকজনকে ধর্ষণ করেছে। এমনকি প্রতিবন্ধী নারী ও ভিক্ষুকরাও তার হাত থেকে রেহাই পায়নি।

র্যাব কর্মকর্তা জানান, ধর্ষক সন্দেহে মজনুকে মঙ্গলবার রাতে আটক করা হয়। বুধবার সকালে ভিক্টিম মজনুকে সনাক্ত করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

গত রোববার ভুল করে শেওড়ার পরিবর্তে কুর্মিটোলায় বাস থেকে নেমে পরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তাকে সেখান থেকে তুলে নিয়ে একটি ঝোপে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে সে প্রথমে বিশ্ববিদ্যালয়ের হলে আসে। সেখান থেকে বন্ধুদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়।

ক্যান্টনমেন্ট থানায় ভিক্টিম ছাত্রীর বাবার করা মামলায় মজনুকে গ্রেফতার দেখানো হয়েছে।