সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে সরবরাহ বিঘ্নিত

0
62

নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে সিলেট নগরসহ পল্লী বিদ‌্যুতের আওতাধীন কিছু এলাকায় বিদ‌্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে।

এ বিষয়ে বিদ‌্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, বিদ‌্যুৎকেন্দ্রে পল্লী বিদ‌্যুতের হাইভোল্টেজের তার ছিঁড়ে স্পার্কিং হয় এবং আগুনের সূত্রপাত হয়। বিদ‌্যুৎকেন্দ্রের এয়ার ফিল্টারে আগুন লাগে। এর ফলে কয়েকটি উপকেন্দ্রে বিদ‌্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সিলেট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে ২০২০ সালের ১৭ নভেম্বর এই বিদ‌্যুৎকেন্দ্রে আগুন লেগে নগরের অভ‌্যন্তরে ৩১ ঘণ্টা বিদ‌্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

অগ্নিকাণ্ড/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ