সিলেট আবারও ধরাশায়ী

0
1233

বিপিএলে আবারও হারের স্বাদ পেল সিলেট থান্ডার। অধিনায়ক মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৬০ রানের ইনিংসও হার ঠেকাতে পারেনি। সিলেট হেরেছে ২৪ রানে। তিন ম্যাচের কোনটিতেই তারা জয়ের মুখ দেখেনি।

ঢাকা প্লাটুনের দেয়া ১৮৩ রানের টার্গেট শুরু থেকে ভাল ভাবেই তাড়া করে সিলেট। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় তাদের। ঢাকার অধিনায়ক মাশরাফি ও মাহমুদ নেন দু’টি করে ও ওয়াহাব মির্জা একটি উইকেট নেন।

২০ ওভার শেষে সিলেট ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা প্লাটুন ৪ উইকেটে ১৮২ রান করে।

ঢাকা প্লাটুনের এনামুল হক বিজয় ৬১ রান করে ম্যাচ সেরার পাঁচ শ’ ডলার পুরস্কার পান।