সিলেট-হিথ্রো ফ্লাইট এপ্রিলে

0
1036
সিলেটের ওসমানীনগরে বক্তব্য রাখেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। ছবি: আর্ট নিউজ বিডি

সিলেট থেকে প্রতিনিধি: চলতি বছরের এপ্রিল মাস থেকে সিলেট থেকে লন্ডনে সরাসরি বিমান চলাচল শুলু হচ্ছে। ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হিথ্রো পর্যন্ত বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট শুরুর প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে ওসমানী বিমান বন্দরের রানওয়ের সম্প্রসারণ কাজ চলছে।

শনিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি সেখানে মরহুম আফতাব আলী মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত বিনামূল্যে চোখের চিকিৎসার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

মাহবুব আলী বলেন, বিমানের দুর্নীতিবাজদের শেকড় উপড়ে ফেলতে হবে। তিনি জানান, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যেই বিমানের অনেক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাবে বলে জানান তিনি।