সীমান্তে নেই সেলফোন নেটওয়ার্ক

সিদ্ধান্ত নিরাপত্তার জন্য, নির্দেশনা সাময়িক

0
2018

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী কমিশন (বিটিআরসি)-এর নির্দেশে বাংলাদেশ-ভারত সীমান্তে দেশের অভ্যন্তরে এক কিলোমিটার পর্যন্ত সেলফোনের নেটওয়ার্ক কাভারেজ বন্ধ রাখা হয়েছে। নির্দেশনা পাওয়ার পর, রোববার রাতেই সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে মোবাইল ফোনের চার অপারেটর। তবে এই নির্দেশনাকে সাময়িক বলছে বিটিআরসি।

এ নির্দেশনার ফলে চারটি প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার বিটিএস বন্ধ করতে হয়েছে। এর ফলে সীমান্ত এলাকায় প্রায় এক কোটি গ্রাহক সেলফোন ব্যবহারে বিড়ম্বনায় পরেছেন।

বিটিআরসি তার নির্দেশনায় বলে, “দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কাভারেজ বন্ধ রাখতে হবে।”

বিটিআরসি;র এই নির্দেশনা ইতোমধ্যেই বাস্তবায়ন করেছে বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন ও রবি।

বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিটিআরসি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা জানিয়েছে।