সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনারা

0
1275

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের কারণে বিভিন্ন রাজ্যে যখন সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে তখন সীমান্ত এলাকায় বৈরি পরিস্থিতি ভাবাচ্ছে দিল্লিকে। ইতোমধ্যে সীমান্তে গুলি বিনিময়ে নিহত হয়েছেন ভারতের দুই সেনা সদস্য। এতে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

বুধবার ভারতীয় এনডি টিভি-সহ শীর্ষ স্থানীয় কয়েকটি দৈনিক জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে।

সেনা প্রধান বিপিন রাওয়াত পরিস্থিতির দ্রুত অবনতির আশঙ্কা করে সৈনিকরা প্রস্তুত রয়েছেন বলে জানান।

মঙ্গলবার পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় ভারতীয় দুই জওয়ানের নিহত হওয়ার ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ওপর চাপ বাড়ছে।

গত আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সীমান্তে গোলাগুলির ঘটনাও বেড়েছে এ সময়।

গত নভেম্বরে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি সংসদে জানান, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সীমান্তে প্রায় সাড়ে ৯শ’ যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

আগামী ৩১ ডিসেম্বর সেনা প্রধান বিপিন রাওয়াত অবসরে যাবেন।