তিন মাসের শাস্তি থেকে ফিরে গৌরবের জয় পেলেন আর্জেন্টাইন প্রাণ ভোমরা লিওনেল মেসি। সুপার ক্লাসিকে ব্রাজিল হেরেছে ০-১ গোলে।
শুক্রবার রাতে সৌদি আরবের কিং সউদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির উপস্থিতিই বদলে দেয় আর্জেন্টিনার পারফর্ম্যান্স।
অন্যদিকে ব্রাজিলের তারুণ্য নির্ভর দলটি খুব একটা ভীতি জাগাতে পারেনি প্রতিপক্ষের মনে। ব্রাজিলের গোলরক্ষক প্রাচীর হয়ে না দাঁড়ালে ব্যবধান আরও বড় হতো।
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচ শেষে করা মন্তব্য লিওনেল মেসিকে মাঠ থেকে ছিটকে দিয়েছিল তিন মাসের জন্য।