স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক জানিয়েছেন, চীন থেকে আর কোন বাংলাদেশিকে ফেরত আনা হবে না। বাংলাদেশিদের মধ্যে কেউ অসুস্থ হলে চীনেই চিকিৎসা নেয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, সুস্থ মানুষের মাস্ক পরার দরকার নেই।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আত্মীয় স্বজন ও দেশের স্বার্থে উহানসহ চীনের করোনা ভাইরাস আক্রান্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।
জাহিদ মালিক বলেন, দেশে এখনও করোনা ভাইরাস আক্রান্ত কাউকে সনাক্ত করা হয়নি। তবে চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে। করোনা ভাইরাস দেখা দিলে তা ছড়িয়ে যাওয়া রোধ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
চীনা নাগরিকরা বাংলাদেশে আসতে চাইলে তাদের মেডিকেল সার্টিফকেট দেখাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, সাময়িকভাবে চীনা নাগরিকদের জন্য অনএরাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।