সেনাবাহিনীর দায়িত্বে ইজতেমা মাঠ

সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বিশ্ব ইজতেমা ময়দান। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কোয়ারেন্টাইন ও চিকিৎসার জন্য মাঠটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি জানান, ফরিদপুর, মাদারীপুর ও শিবচর এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি। অবস্থার অবনতি হলে এলাকাগুলো লকডাউন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে করোনা ভাইরাস প্রতিরোধের প্রস্তুতি সম্পর্কে জানাতে যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানেই স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালকে এই রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। আরও অনেক হাসপাতাল চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে। নির্ধারিত হাসপাতালগুলোতে দুই হাজার শয্যার ব্যবস্থা করা যাবে। বড় পরিসরে প্রয়োজন হলে বিশ্ব ইজতেমার মাঠ ব্যবহার করা হবে। সে জন্যই মাঠটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রী জানান, এখন পর্যন্ত প্রায় ৫ হাজার জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *