সৌদি আরব মসজিদে নামাজ পড়া ও প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে। মক্কার মসজিদুল হারাম ও মাদিনার মসজিদে নববির বাইরের প্রাঙ্গণে নামাজ আদায় ও প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শুক্রবার সকালে জেনারেল প্রেসিডেন্সি অব গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রফেট অ্যাফেয়ার্স এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। সৌদি সরকারের গুরুত্বপূর্ণ এ সংস্থা বলছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়, নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সৌদি গণমাধ্যম আল-আরাবিয়াহ-এর উদ্ধুতি দিয়ে এএফপি জানায়, আজ ২০ মার্চ (শুক্রবার) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মুসল্লিরা মসজিদ দুইটির প্রাঙ্গণে জুমার নামাজ আদায় করতে পারেননি।
এদিকে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ টেলিভিশনে দেয়া ভাষণে জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার সব ধরনের পদক্ষেপ নিবে। প্রত্যেক নাগরিক ও বসবাসকারীর চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় সামগ্রি প্রাপ্তি নিশ্চিত করা হবে। তিনি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবার সহযোগিতা চান।
উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে ২৭৪ জন আক্রান্ত হয়েছেন।