সৌদি প্রবাসীর জরিমানা

অপরাধ: কোয়ারেন্টাইন ছেড়ে বাইরে যাওয়া

0
917

কোয়ারেন্টাইন ছেড়ে বাইরে যাওয়ায় একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সৌদি প্রবাসী ওই ব্যক্তিকে মানিকগঞ্জে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

রোববার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণমাধ্যমকে জানান, বিকেলে ওই প্রবাসীকে জরিমানা করা হয়। তার অপরাধ, নির্দেশনা অমান্য করে কোয়ারেন্টাইন ছেড়ে বাইরে গিয়েছিল।

গত ৫ দিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ২২১ জনকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত না হয়নি। তবে বিদেশ ফেরত হওয়ার কারণে তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।