স্তম্ভিত, হতবাক!!!

0
3299
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একুশে পদক-২০১৯ গ্রহণ করছেন গোলাম আরিফ টিপু। (ফাইল ছবি)

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত যুদ্ধাপরাধীদের তালিকায় মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পাঁচ জনের নাম রয়েছে। স্বরাস্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা (!) করে প্রথম ধাপে যে ১০ হাজার ৭শ’ ৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, অ্যাডভোকেট মহসিন আলী, অ্যাডভোকেট আব্দুস সালাম, একাত্তরে জেলা প্রশাসকের দায়িত্ব পালনকারী আব্দুর রউফ ও পুলিশ কর্মকর্তা আবু তালেবের।

অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু বায়ান্নোর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ১৯৫২-তে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ রাজশাহীর যুগ্ম আহ্বায়ক থাকলেও প্রধান সংগঠকের দায়িত্ব পালন করেছিলেন। মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে ৫ সদস্যের স্টিয়ারিং কমিটিরও অন্যতম সদস্য ছিলেন গোলাম আরিফ টিপু।

গোলাম আরিফ টিপু ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখায় চলতি বছর একুশে পদক পান।

গোলাম আরিফ টিপু তালিকায় নিজের নাম দেখে মন্তব্য করেন, তিনি স্তম্ভিত, হতবাক।