রাজধানীর গুলশানের চারটি সড়কে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
রোববার দুপুরে গুলশানের ১১৬, ১১৮, ১২১ ও ১২২ নম্বর সড়কে এই অভিযান পরিচালিত হয়। মহাখালী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা এবং বায়ু দূষণ করার অপরাধে বেঙ্গল রিয়েল এস্টেটকে ৫০ হাজার টাকা এবং আমিন মোহাম্মদ গ্রুপকে ৪৫ হাজার টাকা জরিমানা করে। # সংবাদ বিজ্ঞপ্তি।