স্থায়ীভাবে বহিস্কারের হুঁশিয়ারি

কঠোর অবস্থানে জবি প্রশাসন

0
1596

নতুন সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রক্ষা করতে র্যাগিং নিষিদ্ধ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। র্যাগিংয়ের সাথে কেউ জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে দেয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই হুঁশিয়ারি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মাঝে র্যাগিংয়ের অভিযোগ নেই, তবুও সদ্য ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা র্যাগিংয়ের অত্যাচারের ভয়ে থাকে। র্যাগিং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উল্লেখ করে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বলা হয়েছে, ‘কেউ র্যাগিংয়ের সাথে জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।’