স্বজনরা দেখতে গেছেন খালেদা জিয়াকে

0
1490
খলেদা জিয়ার স্বজনরা তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন

কারাবন্দি বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন তার স্বজনরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, তাদের ছেলে অভিক ইস্কান্দার, প্রয়াত ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার ও আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা হাসপাতাল পৌঁছেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সাল থেকে কারাবন্দি। দুর্নীতির দুই মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। গত বছর অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খালেদা জিয়ার স্বজনদের দাবি, দীর্ঘদিন কারাগারে থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার চিকিৎসা নিয়েও অসন্তোষ রয়েছে স্বজনদের।