স্মৃতি ফিরেছে অনেকটা

চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন জাইর বলসোনারো

0
1180

স্মৃতি অনেকটাই ফিরে পেয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ২৩ ডিসেম্বর রাতে তিনি সাময়িকভাবে স্মৃতি হারিয়ে ফেলেছিলেন।

ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট নিজের আলভোরাদা প্যালেসে পা পিছলে পরে যান। এতে সাময়িকভাবে স্মৃতি হারান তিনি।

৬৪ বছর বয়েসী জাইর বলসোনারোকে বাথরুম থেকে উদ্ধার করে রাতেই ব্রাসিলিয়ার সেনা হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি এক রাত থাকেন।

পা পিছলে পরে যাওয়ার পরদিন সকালে বলসোনারো কিছু কিছু কথা ও ঘটনা মনে করতে পারছিলেন না।

সেনা হাসপাতালে চিকিৎসার পর কিছু স্মৃতি ফিরে আসে। চিকিৎসকরা প্রেসিডেন্ট বলসোনারোকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বলসোনারো ছুরিকাহত হন। এতে চার দফা অপারেশন হয় বলসোনারোর।

এছাড়া চলতি মাসের শুরুর দিকে তিনি জানিয়েছিলেন, তার ত্বকের ক্যান্সারের পরীক্ষা-নিরীক্ষা চলছে।