করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য অধিদফতর সারা দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। এর ফলে সড়কে চলাচলে বিধি-নিষেধ কঠোর হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের এই বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থায় জানানো হয়েছে। এর পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরী প্রয়োজন ব্যাতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না।
উল্লেখ্য, এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু এবং রেকর্ড সংখ্যক ৩৪১ জন রোগী শনাক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই ঘোষণা দেয়া হলো।