হরতালে গণপরিবহন চলবে

0
1411
ফাইল ছবি

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, তারা জনগণের দুর্ভোগ সৃষ্টি হয় এমন হরতাল মানেন না। হরতালে রাজধানীতে গাড়ি চলবে। এ সময় কোন যানবাহনের ক্ষতি হলে তার দায় বিএনপিকে নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শনিবার সন্ধ্যায় মশিউর রহমান রাঙ্গা বলেন, আগেও হরতালের নামে দলটি গাড়ি ভাঙচুর করেছে। গাড়ি জ্বালিয়েছে। শত শত গাড়ি মালিককে নিঃস্ব করেছে। হরতাল অবরোধের নামে তারা হাজার হাজার কোটি টাকা ক্ষতি করেছে। হরতালের নামে এবার নৈরাজ্য হলে জনগণ মেনে নিবে না।