হাতিরঝিলে বাসা থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

0
292

২৭ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাসা থেকে সেলিনা আক্তার নামের এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ২৫ বছর বয়সী সেলিনা আক্তারের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মশন্দি গ্রামে। তিনি বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম সাদের খান। তার স্বামী জুয়েল আহমেদ বেসরকারি একটি কোম্পানির স্টোর ম্যানেজার। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেয়া হয়েছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) অনাথ মিত্র বলেন, ৯৯৯ জরুরি নম্বরে ফোন পেয়ে সেলিনা আক্তারের বাসায় যায় পুলিশ। দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সেলিনার লাশ দেখতে পায় তারা।

এসআই আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। সেলিনার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

মরদেহ উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ