হাসপাতালে রজনীকান্ত

0
591

২৫ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেতা রজনীকান্ত।

শুক্রবার হায়দারাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবরে জানা যায়, হায়দারাবাদে একটি সিনেমার শুটিং করছিলেন রজনীকান্ত। সেটের কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ায় শুটিং বন্ধ করে দেয়া হয়। এবং টিমের অন্য সবাই কোয়ারেন্টাইনে চলে যায়। পরে করোনা পরীক্ষায় ২২ ডিসেম্বর নেগেটিভ ফল আসে রজনীকান্তের।

হাসপাতাল সূত্রের খবরে জানা যায়, রজনীকান্তের করোনা উপসর্গ নেই। উচ্চ রক্তচাপের কারণেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা স্থিতিশীল। তবে রক্তচাপ পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কিছুটা সময় লাগবে। 

টানা দশদিন রামোজি ফিল্ম সিটিতে ‘অন্নাথা’ সিনেমার শুটিং করছিলেন এ সুপারস্টার। এতে রজনীকান্তের বিপরীতে পর্দায় দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও কীর্তি সুরেশকেও।

এদিকে, রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হচ্ছেন এ অভিনেতা। নতুন বছরের শুরুতেই নিজের রাজনৈতিক দল গঠনের কথা রয়েছে তার। চলতি বছর ৩১ ডিসেম্বর রাজনৈতিক দল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন রজনীকান্ত। তামিলনাড়ুর আসছে বিধানসভা নির্বাচনে লড়তে চান এ অভিনেতা। জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।

বিনোদন/এসকেএম