শরীরে করোনা ভাইরাসের লক্ষণ আছে জেনেই হাসপাতাল থেকে পালালেন এক যুবক। ৩০ বছর বয়েসী ওই যুবক কাতার থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে বুধবার বিকেলে তিনি পালিয়ে যান। এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কাতার প্রবাসী ওই যুবক ৩ মার্চ দেশে ফেরেন। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার নাসিরনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক এ বি এম মুসা চৌধুরী তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তির জন চারতলায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন। তারপর আবার জরুরী বিভাগে ডাক্তার মুসা চৌধুরীর কাছে গিয়ে তার সমস্যা নিয়ে কথা বলেন। চিকিৎসক তাকে জানান, রোগের লক্ষণ দেখে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডাক্তারের সাথে কথা বলার পর ওই যুবক হাসপাতাল থেকে পালিয়ে যান। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা তাকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত (এই রিপোর্ট লেখার সময়) খুঁজে পাননি।