২২২ বছর পর হজ্ব পালন নিয়ে শঙ্কা

0
1107

করোনা ভাইরাসের কারণে চলতি বছর হজ্ব পালন নাও হতে পারে। বর্তমান পরিস্থিতিতে হজ্ব পালনের সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সৌদি সরকার মক্কা ও মদিনায় অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করেছে। একই সাথে পুরো দেশে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে হ্জ্ব স্থগিত হতে পারে। ২২২ বছর আগে হ্জ স্থগিতের ঘটনা ঘটেছিল।

১৭৯৮ সালে হজ্ব পালন স্থগিত করা হয়েছিল। মক্কা ও মদিনায় অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারির পাশাপাশি জুলাই মাস পর্যন্ত হজ্ব যাত্রী অপেক্ষা করতে সৌদি কর্তৃপক্ষের আহ্বানে এমন শঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ১৯১৮ সালের মহামারীর সময়েও মক্কা ও মদিনা শহর বন্ধ রাখা হয়নি। ১০২ বছর পর এবারের পরিস্থিতি আরও ভয়াবহ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মার্চ মাসেই মক্কা ও মদিনা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সব সীমান্ত। এছাড়া দেশের ভিতরেও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সালমান প্রশাসন।

এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ড়িয়ান বলছে, করোনা ভাইরাসের কারণে এ বছর হজ্ব স্থগিত হতে পারে।

এদিকে, লন্ডনের কিংস কলেজের ওয়ার স্টাডিজ বিভাগের শিক্ষক সিরাজ মাহের তার এক নিবন্ধে লিখেছেন, হজ্ব বাতিলের সম্ভাবনা নিয়ে সৌদি আরব সরকার মুসলমানদের মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত করছে।

সব শেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১০ জন।