৩২ ডিসেম্বর ২০১৯ !

0
4938

সুদানের খাতোয়াম বিমান বন্দরের জনৈক ইমিগ্রেশন কর্মকর্তা আবিস্কার করেছেন (!!!) নতুন ক্যালেন্ডার। তার কীর্তি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। নতুন বছরের পয়লা দিনটি ওই কর্মকর্তা ‘হয়তো’ মনের ভুলেই ০১ জানুয়ারির সিল মারতে ভুল করে বসেন।

পয়লা জানুয়ারি সুদানের খাতোয়াম বিমান বন্দরের ওই ইমিগ্রেশন অফিসার পাসপোর্টে সিল মারতে গিয়ে এই ভুল করেন। তিনি ৩১ ডিসেম্বরের তারিখ পরিবর্তন করতে গিয়ে ০১ জানুয়ারির পরিবর্তে ৩২ ডিসেম্বর সেট করেন। এ নিয়ে হাস্যরসের তৈরি হয় বিমান বন্দর জুড়ে।

এর আগে, ২০১৮ সালে ভারতের মুম্বাই এয়ারপোর্টে পয়লা জানুয়ারির পরিবর্তে ৩২ ডিসেম্বরের সিল মেরেছিলেন এক ইমিগ্রেশন অফিসার।