৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

0
59

নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মিরের বাজারে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। ওই সময় অন্য এক মাদক কারবারি পালিয়ে যায় বলে জানা গেছে। তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মানিক মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাপতার হাওড় গ্রামের সাদেকুর রহমানের ছেলে।

সোমবার ভোর পৌনে ৪টার দিকে নগরীর পূবাইল থানার মিরের বাজার এলাকায় পুলিশের নৈশ টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এসআই শিবলু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। অন্য একজন দৌড়ে পালিয়ে যায়। ওই সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার ও নগদ ৫৫০ টাকা জব্দ করা হয়।

পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম গণামধ্যমকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মানিক মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইন শৃঙ্খলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ