রণেশ দাশগুপ্তের ১১২তম জন্মবার্ষিকী আগামীকাল

0
65

নিউজ ডেস্ক: মার্কসবাদী সাহিত্যিক, আজন্ম বিপ্লবী, উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা, সাংবাদিক, সংগ্রামী রাজনৈতিক কর্মী ও বরণীয় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কমরেড রণেশ দাশগুপ্তের ১১২তম জন্মবার্ষিকী আগামীকাল (১৫ জানুয়ারি)।

রণেশ দাশগুপ্তের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় রণেশ দাশগুপ্ত পাঠাগারে আলোক প্রজ্বলন, প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রণেশ দাশগুপ্ত পাঠাগারের আহ্বায়ক বিকাশ সাহা এতে সভাপতিত্ব করেন। সঞ্চলানা করেন সদস্য সচিব গোলাম রাব্বি খান। বক্তব্য রাখেন বাংলাদেশ উদিতি শিল্পীগোষ্ঠী গেন্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক ওঙ্কারনাথ ঝলক, বাংলাদেশ যুব ইউনিয়ন সূত্রাপুর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক অনির্বাণ তনু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক প্রিজম ফকির।

বক্তারা বলেন, কমরেড রণেশ দাশগুপ্ত বাঙ্গালী সংস্কৃতির আলোকবর্তিকা। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে ১৯৯৮ সালে। রণেশ দাশগুপ্তের সাহিত্য চর্চার মধ্য দিয়ে সমাজকে কুসংষ্কার মুক্ত করে আলোকিত করার দায়িত্ব বহনে আহ্বান জানান আলোচকরা।

জন্মবার্ষিকী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ