শিবচর সন্ধ্যা থেকে লকডাউন

0
1099

লকডাউন হয়েছে মাদারীপুরের শিবচর। করোনা ভাইরাসের বিস্তার রোধে সন্ধ্যা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শিবচর উপজেলার ইউএনও, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেন।

জরুরীভিত্তিতে উপজেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত সভায় লোকজনের চলাচলে সুস্পষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়। সিদ্ধান্ত হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে লকডাউন শুরু হবে। খবর: যমুনা টেলিভিশন-এর।

লকডাউন চলা অবস্থায় ওষুধের দোকান, নিত্যপ্রয়োজনীয় সামগ্রির দোকান ও কাঁচাবাজার ছাড়া বাকি সব কিছু বন্ধ থাকবে।

প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে শিবচর করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকায় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। লকডাউনজারিকৃত এলাকায় গণপরিবহন চলাচলও বন্ধ থাকবে। কোন ধরনের জনসমাগম করা যাবে না।

এর আগে, বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ফরিদপুর, মাদারীপুর ও শিবচরে করোনা রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছিলেন। তখন তিনি জানান, অবস্থার অবনতি হলে এই অঞ্চলগুলোকে লকডাউন করা হবে।