ডিআরইউ সভাপতি আজাদ ও সা. সম্পাদক রিয়াজ

0
651

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে রফিকুল ইসলাম আজাদ সভাপতি ও রিয়াজ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে পাঁচ জন প্রার্থীর মধ্যে আজাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহনেওয়াজ দুলাল। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৪৮টি। অপর দুই প্রার্থী শরীফুল ইসলাম বিলু পেয়েছেন ৭৫ ও বসুনিয়া পেয়েছেন তিন ভোট।

এছাড়া ২৭ নভেম্বর সভাপতি পদে শাহনেওয়াজ দুলালকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো রাজু আহমেদ পেয়েছেন ১শ’ ৯৩ ভোট। মনোনয়ন প্রত্যাহারের তারিখ পেরিয়ে যাওয়ায় ব্যালট পেপারে রাজুর নাম ছিল।

সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক নজরুল কবির।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ২১টি পদে ভোট গ্রহণ হয়।

এবারের নির্বাচনে মোট ১৬শ’ ৩৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৩শ’ ২৯ জন।

প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন- মনজুরুল আহসান বুলবুল, এম এ আজিজ, এম শাজাহান মিয়া এবং আবু তাহের। নির্বাচনী কাজে কমিশনকে সহায়তা করেন আমানুর রহমান ও উত্তম চক্রবর্তী।

ডিআরইউর নবনির্বাচিত কমিটি:

সভাপতি: রফিকুল ইসলাম আজাদ
সহ সভাপতি : নজরুল কবীর
সাধারণ সম্পাদক: রিয়াজ চৌধুরী
যুগ্ম সম্পাদক: হেলিমুল আলম বিপ্লব অর্থ সম্পাদক: জিয়াউল হক সবুজ
সাংগঠনিক সম্পাদক : হাবীবুর রহমান
দপ্তর সম্পাদক : জাফর ইকবালনারীবিষয়ক সম্পাদক : রীতা নাহার
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাইদুর রহমান রুবেল
তথ্যপ্রযুক্তি সম্পাদক : সাখাওয়াত হোসেন সুমন ক্রীড়া সম্পাদক : মজিবর রহমান
সাংস্কৃতিক সম্পাদক : মিজান চৌধুরী
আপ্যায়ন সম্পাদক : এমএইচ আখতার
কল্যাণ সম্পাদক : খালিদ সাইফুল্লাহ

কার্যনির্বাহী সদস্য:
মাইনুল আহসান
এসএম মিজান
আহমেদ মুশফিকা নাজনীন
কামরুজ্জামান বাবলু
ইমরান মজুমদার
মুরাদ হোসেন
সায়ীদ আবদুল মালিক