২২ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ভারতের কমেডি কুইনখ্যাত ভারতী সিংকে গ্রেফতার করেছে দেশটির মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
গাঁজা সেবনের অভিযোগে শনিবার তার মুম্বাইয়ের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য ভারতী ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে এনসিবির ব্যালাড এস্টেট অফিসে নেয়া হয়। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ভারতী সিংকে। হর্ষকে এখনও জেরা চলছে।
গোয়েন্দা সূত্রের খবর, দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন। তাদের বাড়ি থেকে গাঁজাও উদ্ধার হয়েছে।
ভারতীয় টেলিভিশনে ভারতী অতিপরিচিত মুখ। দ্য কপিল শর্মা শোতে একটি কমেডি রোলে অভিনয়ের কাজ করছেন ভারতী। পাশাপাশি একটি নাচের রিয়েলিটি শোতেও সঞ্চালকের ভূমিকায় রয়েছেন তিনি ও তার স্বামী হর্ষ।
ঝলক দিখলা যা, নাচ বালিয়ে, ও অন্যান্য টিভি শোতেও দেখা গেছে ভারতীকে। ২০১৭ সালের ৩ ডিসেম্বর ভারতী সিংহের সাথে চিত্রানাট্যকার হর্ষ লিম্বাচিয়ার বিয়ে হয়।
বিনোদন/এসকেএম
Leave a Reply