করোনায় কেপটাউনে প্রথম মৃত্যু

0
635

করোনা ভাইরাস সংক্রমণ রোধে দক্ষিণ আফ্রিকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে এই লকডাউন করা হয়। লকডাউনের শুরুর দিনেই আফ্রিকান দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে কেপটাউনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমকিজে সংবাদ সম্মেলন করে দুই জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা আজ সকালে দক্ষিণ আফ্রিকানদের ঘুম থেকে জাগালাম দুঃখজনক সংবাদ দিয়ে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশটিতে যে ৯২৭ জন করোনা ভাইরাস আক্রান্ত মানুষ নিবন্ধিত ছিলেন তাদের মধ্যে দুই জন মারা গেলেন। তিনি মন্তব্য করেন, করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।