করোনায় ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেয়া হচ্ছে

নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংকটে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্যোগ নেয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়িত হবে। এর অংশ হিসেবে অবহেলিত, অধিকারবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীকে সীমিত আকারে সরকারি সাহায্য দেয়া হবে। এজন্য ‘বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীদের পুনর্বাসন ও জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে।

গত ২৫ জুন অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভায় এই প্রস্তাব করা হয়। সভায় সভাতিত্ব করেন আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আব্দুল বাকী। সভার কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকা। এর মধ্যে সরকারি অনুদান ১৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া প্রত্যাশী সংস্থার অনুদান ৪ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার টাকা। প্রকল্পের প্রস্তাবিত মেয়াদ চলতি বছরের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত।

প্রত্যাশী সংস্থা নারী উন্নয়ন ফোরামের সভাপতি এ ডি শওকত হোসেন বলেন, গ্রামীণ অতিদরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা তৈরি, কৃষি যন্ত্রপাতি সরবরাহ, উন্নত জাতের গাভী পালন, ডেমন্সট্রেশন ফার্মে হাতে কলমে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কর্মদক্ষ ও আত্মনির্ভরশীল করতে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, প্রকল্পটি ঢাকা ও খুলনা বিভাগের আওতাধীন ৬টি জেলার ১৪টি উপজেলায় বাস্তবায়িত হবে। এর মাধ্যমে ৩ হাজার জন দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে। কর্মসূচি গুলো হলো: জমি ও পুকুর লিজ, অনুদান হিসাবে কৃষি উপকরণ সরবরাহ, গবাদী পশুপালন, সেলাই মেশিন সরবরাহ ইত্যাদি।

আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান মোহাম্মদ আশরাফুল ইসলাম পিইসি সভায় এ বিষয়ে তথ্য উত্থাপন করেন। বলেন, বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে বেসরকারি প্রচেষ্টায় আর্থ-সামাজিক খাতে প্রকল্প নেয়া হচ্ছে। এতে সীমিত আকারে সরকারি সাহায্য দিতে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। সমাজসেবা অধিদফতর ও বেসরকারি সংস্থা নারী উন্নয়ন ফোরাম যৌথভাবে উদ্যোগটি নিয়েছে।

প্রকল্প/এএমএমটিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *