ড্যাফোডিল ইউনিভার্সিটির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিউজ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

শুক্রবার ড্যাফোডিল স্মার্ট সিটিতে. শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন। প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. সামসুল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নীরবতা পালন শেষে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রক্টর প্রফেসর শেখ মোহাম্মদ আল্লাইয়ারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাতের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি শোভাযাত্রা বের হয়ে শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে ‘চেতনায় একুশ’ শিরোনামে আলোচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বাংলা ভাষার বিশুদ্ধ বানান, উচ্চারণ ও প্রয়োগের বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। বলেন, মাতৃভাষার মর্যাাদাকে সমুন্নত রাখার পাশপাশি পরম আদরে হৃদয়ে মাতৃভাষা বাংলার শক্ত গাঁথুনী তৈরী করতে হবে। তারা বলেন, পৃথিবীতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য একমাত্র বাঙালিরাই প্রাণ বিসর্জন দেয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তাদের সেই আত্মত্যাগের কারণেই ২১ শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করেছে। তাই আমাদেরই মাতৃভাষার প্রতি সবচেয়ে বেশী শ্রদ্ধাশীল হতে হবে যা বিশ্বের অন্যান্য দেশ ও ভাষাভাষী মানুষেরা অনুসরণ করবে।
ডেফোডিল ইউনি/এএমটি/এএমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *