বিপিএলে মালিকানা চায় ১০ ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক

বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে ডিসেম্বরের শেষার্ধ্বে। প্রস্তুতি হিসেবে ফ্র্যাঞ্চাইজির মালিকানা চেয়ে আবেদনের শেষ দিন ছিল আজ ২৮ অক্টোবর। ফরচুন বরিশাল ছাড়া অন্যরা আবেদন করেছেন।

আজ মঙ্গলবার সময় শেষ হওয়ার আগেই আবেদন করেছে সিলেট, খুলনা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও নোয়াখালী। এর আগে আবেদন করে রেখেছে ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স।

আগের মালিকানায় আসছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। চিটাগাং কিংসের জন্য আবেদন করেছেন সামির কাদের চৌধুরী। ফরচুন বরিশালের পক্ষে কেউ আবেদন করেনি।

ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে আবেদন করেছে-

ঢাকা ক্যাপিটালস- রিমাক হারল্যান

কুমিল্লা ফাইটার্স- এসএস গ্রুপ

চিটাগাং কিংস- এসকিউ গ্রুপ

খুলনা টাইগার্স- মাইন্ড ট্রি গ্রুপ

রংপুর রাইডার্স- বসুন্ধরা গ্রুপ

রাজশাহী কিংস- দেশ ট্রাভেলস

রাজশাহী- নাবিল গ্রুপ

নোয়াখালী- বাংলামার্ক

বরিশাল- আকাশবাড়ি হলিডেজ

সিলেট স্ট্রাইকার্স- জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট

বিপিএল/এএমএম/কিউটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *