শিশুশিল্পী মুগলির জন্মদিন উদযাপিত

0
1709

৮ নভেম্বর ২০১৯ (বিনোদন ডেস্ক): শিশুশিল্পী, মডেল আনান মুস্তাফিজ মুগলি পা রাখলো সাত বছরে। সময়ের আলোচিত এই শিশু শিল্পী দুরন্ত টিভির অমর একুশে ফেব্রুয়ারির ফিলারে অনবদ্য অভিনয় করে সবার নজর কাড়ে। দুরন্ত টিভি ফিলারটি ২০১৮ ও ২০১৯ সালে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ৩০ মিনিট পরপর সম্প্রচার করে।

জন্মদিন উপলক্ষ্যে মুগলি শুক্রবারে বাবুল্যান্ডে তার বন্ধুদের সাথে আনন্দ করে।

বায়ান্নর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নির্মিত ফিলার ছাড়াও মা বাবা-ই সেরা অনুষ্ঠানে অংশ নেয়। এছাড়াও দুরন্ত টিভির আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয় মুগলি।

হীড ইন্টারন্যাশনাল স্কুলের কেজি ওয়ানের ছাত্র মুগলি ইমপালস হাসপাতালের টিভিসিতেও অভিনয় করেছে। বিজ্ঞাপনচিত্রটি প্রচার অপেক্ষায় রয়েছে।

পাঁচ বছর বয়স থেকে র্যাম্প মডেল হিসেবেও কাজ করছে এই শিশু শিল্পী। উত্তরা ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের বার্ষিক ফ্যাশন শো-তে র্যাম্প মডেল হিসেবে অংশ নেয়ার মধ্য দিয়ে সে মডেল হিসেবে আত্মপ্রকাশ করে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। তার আঁকা ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেন বরেণ্য শিল্পী শাহাবুদ্দীন আহমেদ।

আনান মুস্তাফিজ মুগলি আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়েও পুরস্কৃত হয়েছে।

আনান মুস্তাফিজ মুগলির বাবা রহমান মুস্তাফিজ ও মা কাজী তামান্না তৃষাও গণমাধ্যমের সাথে জড়িত।

http://artnewsbd.com