স্পোর্টস ডেস্ক: নাম্বার ওয়ান সাকিব আল হাসান আবার এলেন আলোচনায়। এবার তার সাথে যুক্ত হলো বিশ্বজুড়ে তরুণদের ক্রাশ সানি লিওনির নাম। সানি আর সাকিব গাঁটছড়া বেধেছেন। দু’জনকে একসাথে দেখা যাবে ক্রিকেটের রঙ্গমঞ্চে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব আইকন ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন মন্ট্রিয়ল টাইগার্সে। এই টিমের মালিকানায় রয়েছেন কানাডার পাসপোর্টধারী সানি লিওনি।

সানি লিওনি
ছবি: সংগৃহীত
কানাডা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ফরহাদ টিটো ফেসবুকে জানিয়েছেন, সাকিবের যোগ দেয়া টিমের মালকিন সানি লিওনি।
অবশ্য এই ফ্র্যাঞ্জাইজির মালিকানা লিওনির একার নয়। তারে সাথে রয়েছেন স্বামী ড্যানিয়েল ওয়েবারও। আরও আছেন ভারতের ধনকুবের হিমাংসু রুপাল ও রমা হিমাংসু।
সবকিছুই চলছে হিসে অনুযায়ী। টুর্নামেন্ট শুরু হবে ২০ জুলাই। চলবে ৬ আগস্ট পর্যন্ত। কোন সমস্যা না হলে সেসময় সাকিব যখন ব্যাট-বলে নিজের কারিশমা দেখাবেন, সানি তখন আশপাশে দ্যুতি ছড়াবেন গ্যালারিতে।

সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত
বিসিবি সূত্রে জানা গেছে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিবের পাশাপাশি খেলবেন লিটন দাসও। লিটনের টিম সারে জাগুয়ার্স।
সাকিবের মন্ট্রিয়ল টাইগার্স ও লিটনের সারে জাগুয়ার্স ছাড়া বাকি দলগুলো হলো মিসিসাউগা প্যানথার্স, ব্র্যাম্পটন উলভস, ভ্যাঙ্কুভার নাইটস ও টরন্টো ন্যাশনালস।
আরও পড়ুন: ঈদে ১১টি গান নিয়ে আসছেন ডক্টর মাহফুজুর রহমান
সাকিবের মত ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলেও মন্ট্রিয়লের আইকন ক্রিকেটার। লিটনের সারের আইকন ক্রিকেটার ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের ইফতিখার আহমেদ।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মত গ্লোবাল লিগ অনুষ্ঠিত হয়েছিল। পরে অতিমারি করোনা ভাইরাসের কারণে তিন বছর খেলা হয়নি। এবার আবারও মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্ট।
সাকিব-সানি/এএমএম/কিউটি
Leave a Reply