৯ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে একটি আইন পাস করেছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, দেশটির নেতা কিম জং-উন এই সিদ্ধান্তকে অপরিবর্তনীয় বলে অভিহিত করেছেন। তিনি পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনও আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, নতুন পাস করা এই আইনটিতে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, পিয়ংইয়ং ২০০৬ সাল থেকে ২০১৭ সালের মধ্যে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।
উত্তর কোরিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD