কেঁপে উঠেছে কিয়েভ, নিহত ২

0
203

১৪ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে বিমান হামলা হয়েছে। এতে অন্তত দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

সোমবার ইউক্রেনের জরুরি সার্ভিস এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপে বাঘিনীদেরও প্রথম শিকার পাকিস্তান

জানা গেছে, কিয়েভের অবলোন জেলায় এ হামলা চালানো হয়। জরুরি সার্ভিস তাদের ফেসবুক পেইজে আরও বলেছে, স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে নয় তলা অ্যাপার্টমেন্ট ভবনে দুজনের লাশ পাওয়া গেছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি নয়জনকে ঘটনাস্থলেই চিকিৎসা সেবা দেয়া হয়।

যুদ্ধ/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ