সরকারি কর্ম কমিশন (পিএসসি) করোনা রোগীদের চিকিৎসায় জরুরি প্রয়োজনে ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশ করেছে।
৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদ স্বল্পতায় ক্যাডার পদ না পাওয়াদের মধ্য থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারি সার্জন পদে দুই হাজার জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এছাড়াও সিনিয়র স্টাফ নার্স পদে পাঁচ হাজার ৫৪ জন প্রার্থীকে নিয়োগে সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ৩৯তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ কিন্তু সুপারিশপ্রাপ্ত না এমন ৮ হাজার ১০৭ প্রার্থীর মধ্যে থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারি সার্জন পদে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সাময়িক সুপারিশ করেছে।
এছাড়াও সিনিয়র স্টাফ নার্স ৫ হাজার ৫৪ প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
ফলাফল পাওয়া যাবে:
পিএসসি ওয়েবসাইট www.bpsc.gov.bd
এবং
টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd -এ।