৩১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের নয়াদিল্লিতে কূটনৈতিক এলাকায় হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী যাঈষ-উল-হিন্দ। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তারা দায় স্বীকার করেছে বলে জানা গেছে।
তেল আবিবের দাবি, ইসরাইল দূতাবাসের কর্মকর্তাদের লক্ষ্য করেই চালানো হয়েছিল ওই হামলা। থমথমে নয়াদিল্লির কূটনৈতিক এলাকা। আরোপ করা হয়েছে বাড়তি কড়াকড়ি। জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ’র সাথে ইসরাইলি গোয়েন্দারা তদন্ত চালাচ্ছেন।
তেল আবিব দাবি করেছে, সংগঠনটি ইরানের মদদপুষ্ট। নয়াদিল্লির সাথে সম্পর্ক দৃঢ় হওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রন মালকা জানান, তদন্ত এখনও চলছে। সব রকম সহযোগিতা করছি ভারতীয় কর্তৃপক্ষকে। দুই দেশ সমন্বয় করে কাজ করছি। এতটুকু বলতে পারি, হামলার লক্ষ্যবস্তু আমরাই ছিলাম। ভাগ্য ভালো কারও কিছু হয়নি।
ভারতীয় কর্তৃপক্ষ, এ হামলাকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে। এখনও বিমানবন্দরসহ কূটনৈতিক পাড়ায় ব্যাপক নিরাপত্তা রয়েছে।
বিস্ফোরণ/এসকেএম/আরএম