প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিদায় নিচ্ছেন আশরাফ বিটু

0
196

১৫ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): আশরাফ সিদ্দিকী বিটু প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব পদে আর থাকছেন না। চলতি মাস থেকেই তার চুক্তিভিত্তিক নিয়োগটি বাতিল হচ্ছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব পদে নিয়োজিত মু. আশরাফ সিদ্দিকীর (বিটু) আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তিভিত্তিক নিয়োগ আগামী ২১ জুলাই ২০২২ তারিখ থেকে বাতিল করা হলো।

ফলে ২১ জুলাই ২০২২ তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ কার্যকর হবে। আশরাফ সিদ্দিকী বিটু কী কারণে চাকরি ছাড়ছেন তা জানা যায়নি।

আরও পড়ুন: অনুমতি পেল আর্ট নিউজসহ ৪৫টি পোর্টাল

আশরাফ সিদ্দিকী বিটু প্রথমে ২০১৭ সালে প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। সবশেষ ২০২১ সালে তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল।

পিএমও/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ